sjarnab
sjarnab
·
3 years ago
Chinema: চম্পা হাউজ
নাটকঃ চম্পা হাউজ
পরিচালনায়ঃ ভিকি জাহেদ
অভিনয়েঃ আফরান নিশো,মেহজাবীন,মাসুম আজিজ প্রমুখ
Personal rating : 8/10
হালকা স্পয়লার
১৯৬৩ সালের ঢাকার নারিন্দায় তৈরি করা হয় চম্পা হাউজ।প্রভাবশালী ব্যাবসায়ী হারুন রশিদ অনেক শখ করে বাড়িটা বানিয়েছিলেন। তখনকার দিনে এটা নারিন্দার সবচেয়ে আলিশান বাড়ি ছিল।।বাড়িটির বর্তমান মালিক আমজাদ সাহেব দালালদের কাছ থেকে বাড়িটি কিনে নেয়।লোকমুখে প্রচলিত আছে বাড়িটিতে নাকি নানা ধরনের ভৌতিক সমস্যা হয়। আমজাদ সাহেব বাড়িটিতে ওঠার ১ মাস পর থেকে তাদের সাথেও শুরু হয় ভৌতিক কান্ডকারখানা। তো একদিন আমজাদ সাহেবের পরিচয় হয় রাশেদ (নিশো) নামক একজন সাইকোলজিস্টের সাথে যে কিনা ভূত প্রেতে একদমই বিশ্বাস করেনা। আমজাদ সাহেবের বাড়ির সমস্যার সাইকোলজিক্যাল সমাধান কি দিতে পারবে রাশেদ নাকি এখানে রয়েছে অন্য কোনো রহস্য? জানতে হলে দেখে ফেলুন পুরো নাটকটি।
নাটকের সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং,ক্যামেরা কাজ সবকিছুই উপভোগ্য ছিল। কিছু দারুণ দারুণ শট যা দেখতে খুব ভালো লাগে।এছাড়া জাম্প স্কেয়ার বা হরর সীনগুলো খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে পরিচালক ভিকি জাহেদ।কোথাও কোনো ত্রুটি চোখে পড়েনি।রাতে একা দেখলে ভয় পেতে বাধ্য হবেন।হররের সাথে সাইকোলজিক্যাল ব্যাপার স্যাপার বেশ ভালোভাবেই জুড়ে দিয়েছেন।আর ভিকি জাহেদের গল্পে টুইস্ট থাকবে না তা কি হয়? বেশ enjoyable কিছু টুইস্ট রয়েছে।
আর এখানে অভিনয়ে প্রত্যেকে নিজের সেরাটা দিয়েছে।বিশেষ করে সাইকোলজিস্ট চরিত্রে আফরান নিশোর অভিনয় পুরোই মাইন্ড ব্লোয়িং।তিনি যে জাত অভিনেতা সেটা আবার প্রমাণ করেছেন।এছাড়া মেহজাবীনও চম্পা চরিত্রে নিজেকে ছাড়িয়ে গেছে।অনবদ্য অভিনয়। মাসুম আজিজ লোকটাও খুবই ন্যাচারাল অভিনয় করেছেন।তার এক্সপ্রেশন, কথা বলার ভঙ্গি সবকিছুই দূর্দান্ত।
রেডরামের মত ভিকি জাহেদের এই কাজটিও সবার মনে গেথে যাবে আশা করি।যারা এখনো দেখেননি তারা দেখে ফেলুন।
6 comments