(গ) দুআর সময় হাত উঠানোর নিয়মাবলীঃ
১. সীনা বা কাঁধ বরাবর হাত উঠানো।
২. উভয় হাতের তালু আসমানের দিকে রাখা মোস্তাহাব।
৩. উভয় হাতের আঙ্গুলসমূহ কেবলামুখী রাখা মোস্তাহাব।
৪. উভয় হাতের মাঝখানে সামান্য পরিমাণ ফাঁক রাখা মোস্তাহাব।
৫. উভয় হাতের আঙ্গুলসমূহ মিলিয়ে নয় বরং সামান্য ফাঁক রাখা মোস্তাহাব।
৬. দুআ শেষ পূর্বক বরকতের জন্য মুখে হাত বুলিয়ে নেয়া।
17 comments