ক্রিপ্টোতে আমাদের কোন প্রজেক্টে বিনিয়োগ করা উচিত?
➡️ক্রিপ্টোকারেন্সীতে সবচেয়ে সফল এবং অভাবনীয় সাড়া ফালানো প্রজেক্ট গুলো হল ব্লকচেইন প্রজেক্ট।
যেমনঃ-Etherium,Binance Smart chain,Solona,Cardano,Polygon,Luna,Avax,Tron,Fantom,Algo,Chainlink ইত্যাদি।
এখন কথা হল কেন ব্লকচেইন প্রজেক্ট গুলো এতো সফল হয়েছে?
কারনঃ-
১)এদের প্রক্টিকেল ব্যবহার আছে,মানে খুবই স্ট্রং ইউজকেস আছে।
২)প্রতিষ্ঠানিক বিনিয়োগ বেশী।
এবার আমরা জানব প্রক্টিকেল ব্যবহার কী?
প্রতিটি ব্লকচেইন প্রজেক্টের একটি নিজস্ব নেটওয়ার্ক থাকে,কয়েন গুলো এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে ট্রান্সফার করার জন্য।কিন্তু ব্লকচেইন প্রজেক্ট ছাড়া অন্য প্রজেক্ট গুলোর নিজস্ব নেটওয়ার্ক নাই,তাই সেই সকল প্রজেক্ট গুলো মার্কেটে আনতে হলে ব্লকচেইন প্রজেক্টগুলোর নেটওয়ার্ক ভাড়া নিতে হয়।
এবার দেখা যাক নেটওয়ার্কে ভাড়া নেওয়ার ফলে কীভাবে ব্লকচেইন প্রজেক্ট গুলো শক্তিশালী হয়ঃ-
এই বিষয়টি বুঝানোর জন্য আমরা একটি উদাহরন দিব।
আমাদের সবার পরিচিত Shiba inu যখন মার্কেটে আছে তখন এটি Etherum এর নেটওয়ার্ক ভাড়া নিয়ে মার্কেটে এসেছিল।এই জন্য Shiba inu হচ্ছে Erc-20 এর একটি টোকেন। Shiba inu টোকেন মার্কেটে আসার সময় তার যে পরিমান মার্কেটক্যাপ ছিল তার সমপরিমান Etherum কিনে লিকুডিটি পুলে রাখতে হয়েছিল।
এই রকম ভাবে কোন টোকেন যখন মার্কেটে আসতে চায় তখন ব্লকচেইন নেটওয়ার্কে লিকুইডিটি রাখতে হয়,যার কারনে ব্লকচেইন কয়েনগুলোর মার্কেটক্যাপ বাড়তে থাকে এবং প্রতিনিয়ত বাড়ছে সমপরিমানে।
এছাড়া ও ব্লকচেইন প্রজেক্ট গুলোর আরো সুবিধা হল ট্রান্সজেকশন ফি নেওয়া।যেমন আপনি আপনার Trust wallet থেকে Bep-20 টোকেন যখন ট্রান্সফার করবেন তখন ফি হিসেবে কিছু Bnb কেটে নিবে।আর এটার ফলে ব্লকচেইন প্রজেক্ট গুলোর কয়েনের দাম প্রতিনিয়ত বাড়তেই থাকবে।
আর উপরিক্ত বিষয়গুলোই হলো ব্লকচেইন কয়েনগুলো স্ট্রং ইউজকেস।
আর এই কারনে ব্লকচেইন কয়েনের ইন্ডাশট্রিয়াল বিনিয়োগ বেশী।বড় বড় কোম্পানী,আর্থিক প্রতিষ্টান,এবং ভালো বিনিয়োগ কারীরা তাই ব্লকচেইন কয়েনেই বিনিয়োগ করে থাকে।
সহজ ভাষায় বলতে গেলে ঃ-
ব্লকচেইন প্রজেক্ট গুলো হল ধরেন আমি আমার গাড়ী চালানোর জন্য নিজস্ব রাস্তা বানিয়ে নিয়েছি এখন আপনি আমার রাস্তায় গাড়ী চালাতে গেলে আমাকে ট্যাক্স দিতে হবে।
আজ এই পযর্ন্ত।আগামী পর্বে আমি বলব বর্তমানে আমাদের কোন কোন ব্লকচেইন প্রজেক্টে বিনিয়োগ করা উচিত?
লেখাটি ভালো লাগলে আমাকে ফলো করে রাখতে পারেন।কারন আমি প্রতি নিয়ত ক্রিপ্টো রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে হাজির হব।
4 comments