(ঙ) দুআর সময় মনের অবস্থা যে রকম রাখতে হয়ঃ-
১. এখলাসের সাথে খালেস মনে দুআ করা অর্থাৎ, আল্লাহ ব্যতীত কেউ তার উদ্দেশ্য পূর্ণ করতে পারে না- এই মনোভাব বদ্ধমূল রাখা।
২. দ্ব্যর্থহীন মনোভাব নিয়ে দুআ করা।
৩. আগ্রহ এবং অনুপ্রাণিত মনে দুআ করা।
৪. যথাসম্ভব মনোযোগ সহকারে দুআ করা।
৫. নাছোড় মনোভাব নিয়ে দুআ করা।
৬. দুআ কবুল হওয়ার দৃঢ় আশা রাখা।
4 comments